Articles
কিভাবে টিচার্স টাইম-এর অনলাইন কোর্সগুলো ফ্রি করবেন?
- September 29, 2020
- Posted by: Teachers Time
- Category: Uncategorized
অভিভাবক হিসেবে আপনার সন্তানের সুস্থ মানসিক বিকাশ এবং তাদের ভবিষ্যত নিয়ে আপনার উদ্বেগের শেষ নেই। আপনিই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যত তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেন আর এর জন্য আপনার প্রয়োজন আপনার সন্তানকে বুঝতে পারা এবং তাদের শৈশবের সঠিক বিকাশে আপনার করনীয়গুলো সমন্ধে জানা। আপনার প্যারেন্টিং যত পজেটিভ হবে, আপনার সন্তানের ততটাই শারিরীক, মানসিক, সামাজিক, আবেগীয়, জ্ঞানের এবং অন্যান্যক্ষেত্রে সঠিক বিকাশ ঘটবে।
অপরদিকে বাবা-মা এর সাথে শিক্ষকেরা শুধু একাডেমিক নয় বরং একটি শিশুর সবরকম বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারন দিনের অনেকটা সময় শিশুরা স্কুলে তাদের শিক্ষক ও সহপাঠীদের সাথে থাকে। সেক্ষেত্রে শিক্ষকদের জন্য তার ক্লাসে শিক্ষার্থীদের যেমন জানতে ও বুঝতে হবে, তেমন এর পাশাপাশি শিক্ষার্থীদের সব ধরনের বিকাশের জন্য করনীয়গুলো ক্লাসে প্রাক্টিস করতে হবে এবং ক্লাসে তাদের শেখার সর্বোচ্চ সুযোগ তৈরি করতে হবে।
অভিভাবক ও শিক্ষকদের প্রয়োজনের কথা মাথায় রেখে টিচার্স টাইম নিয়ে এসেছে অনলাইন প্লাটফর্ম যেখানে যেকোন শিক্ষক বা অভিভাবক তাদের চাহিদা অনুযায়ী, নিজেদের সময়মতো বিভিন্ন কোর্স করে তাদের প্রফেশনাল ও পার্সোনাল স্কিলগুলোর বিকাশ ঘটাতে পারবেন।
কিভাবে ফ্রি এই কোর্সগুলো করবেন?
এই লেখায় আপনি জানতে পারবেন খুব সহজেই আমাদের অনলাইন কোর্সগুলো কিভাবে ফ্রি করবেন।
ধাপ ১-
আপনাকে ভিজিট করতে হবে টিচার্স টাইম-এর অফিসিয়াল ওয়েবসাইট- https://teacherstimebd.com/home
ধাপ ২- এরপর উপরের বামদিকে ‘Courses’ ক্লিক করুন। এখানে আপনি বিদ্যমান কোর্সগুলো দেখতে পারবেন। কোর্সগুলো শিক্ষক ও অভিভাভকদের জন্য আলাদা করে ভাগ করা আছে। তবে যে কেউ চাইলে যেকোন কোর্স করতে পারবে্ন। কোর্সগুলো সংক্ষিপ্ত বিবরণও রয়েছে যার মাধ্যমে আপনারা একটি প্রাথমিক ধারনা পাবেন এবং কোর্স নির্বাচন সহজ হবে।
ধাপ ৩ – এবার আপনি কোর্সে এনরোল করার জন্য লগইন করবেন আপনার মোবাইল নাম্বার ও প্রদত্ত পাসওয়ার্ডের সাথে। যদি আপনি প্রথমবার কোর্সগুলো করতে চান বা ওয়েবসাইটে নিজের নাম রেজিস্টার করেননি তাহলে লগইনের পূর্বে Register Now-এ ক্লিক করতে হবে।
আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার/Sign Up করতে হবে।
ধাপ ৪- রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর কোর্সগুলো সম্পর্কে প্রাথমিক ধারনা নিয়ে আপনার পছন্দ অনুযায়ী কোর্স এনরোল করুন।
ধাপ ৫- আপনার সময়মতো লেকচারগুলো দেখুন এবং কোর্সটি সম্পন্ন করুন।