সন্তানের পড়াশোনায় অমনোযোগের কারণে অনেক বাবা-মা দুশ্চিন্তায় ভুগেন। এমনকি শিক্ষকরাও শিক্ষার্থীদের শিখনকে কার্যকর করতে প্রায়শই ব্যর্থ হন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার সন্তান কেন শিখতে পারছেনা? বা তার কাছে শেখা কেন আনন্দময় হচ্ছেনা? শিখন প্রক্রিয়া আনন্দময় হলেই কেবল শিশু ভালোভাবে শিখে। একইসাথে মা-বাবা ও শিক্ষকেরও দুশ্চিন্তার অবসান হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক শিশুর শিখন কীভাবে হয়।
How Children Learn
0/9
Final Quiz
0/1