About Lesson
প্রি স্কুল শুরু করা যায় বাড়ি থেকে বা কোন আলাদা প্রতিষ্ঠান থেকে অথবা স্কুলগুলোর নিজস্ব কিছু ক্লাস থাকে যেগুলোকে প্লে গ্রুপ, নার্সারী, কেজ়ি ইত্যাদি বলে থাকে এইগুলো ক্লাস। এই ক্লাসগুলোতে পাঠানোর জন্যও বাড়িতে কিছু প্রস্তুতি দরকার এবং এই ক্লাসগুলো যেসব শিক্ষক পরিচালনা করে তাদেরকেও শিশুদের প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতিকেই আমরা স্কুল রেডিনেস বা স্কুল প্রস্তুতি বলে থাকি। শিশুরা যে ক্লাসে থাকছে একজন টিচার থাকছে সেখানে এই টিচারদের ছেড়ে অন্য ক্লাসে গেলেও শিশুরা নানারকম সমস্যায় পড়ে থাকে বা তারা নানা রকম সমস্যা তৈরি করে। এই সকল কারনেই স্কুল প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।