About Lesson
বর্তমান যুগটাই এমন যে আমাদের সবারই সময় এর খুবই অভাব। চাকরিজীবী বাবা মায়ের পক্ষে সন্তানকে সময় দেয়াটা অনেক কঠিন। বহু গবেষণায় দেখা গেছে শিশুরা বাবা মায়ের সাথে সুন্দর সময় কাটাতেই বেশিব ভালোবাসে। খুব স্বাভাবিক আপনি হয়ত বাচ্চার সাথে সারাদিন সময় কাটাতে পারছেন না। এক্ষেত্রে যতটুকু সময় থাকছেন, তার সঠিক এবং পর্যাপ্ত ব্যবহার করুন। এতে করে খুব সহজেই বাচ্চা যেমন ভালো কিছু সময় কাটাতে পারছে আপনার সাথে তেমনি আপনিও তাকে সময় না দিতে পারার দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছেন। মনে রাখবেন, বাচ্চার সাথে সন্তানের সাথে দীর্ঘ সময় কাটানোর তুলনায় গুণগত সময় কাটানো বেশি গুরুত্বপূর্ণ। বাচ্চার সাথে সুন্দর কিছু সময় কাটানো বাচ্চার সুস্থ বিকাশের জন্য অপরিহার্য।