Learn the techniques to manage children's language or speech problems!
যদি আপনার শিশুর এই সমস্যাগুলোর কোন একটি থাকে, তাহলে এটি ভয়ঙ্কর চিন্তার বিষয়!
বিশেষজ্ঞদের মতে শিশু ২ বছর বয়সে ৫০টি শব্দ বলতে না পারলেই তার Speech Delay সমস্যা রয়েছে!
শিশুর Speech Delay অথবা দেরিতে কথা বলার বিভিন্ন কারণ থাকতে পারে এবং সে অনুযায়ী নিরাময়ের ও অসংখ্য উপায় রয়েছে। সময়মত সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সমস্যা পুরোপুরিভাবে নিরাময় করা সম্ভব।
একজন অভিভাবক অথবা শিক্ষক হিসেবে আপনি কীভাবে শিশুর Speech Delay সমস্যা সমাধানে কাজ করতে পারেন সেই বিষয়গুলো নিয়েই আমরা আয়োজন করছি Online Workshop on Speech Delay & It’s Management… ওয়ার্কশপে যুক্ত হতে রেজিস্ট্রেশন করে আপনার সিট বুক করুন এখনই!
অভিভাবক, কেয়ারগিভার, শিক্ষক ও Speech Therapist সহ যে কেউ এই ওয়ার্কশপে জয়েন করতে পারবেন।
১৬ নভেম্বর ২০২৪, শনিবার
সন্ধ্যা ৭ঃ০০ টা হতে ৯ঃ০০ টা পর্যন্ত
মাধ্যমঃ Zoom App
সময়কালঃ ২ ঘন্টা
আসন সংখ্যাঃ ২০
ফি- ১৫০০ ১০০০ টাকা
স্পেশাল অফারটি শুধু আপনার জন্য।
ওয়ার্কশপ সংক্রান্ত তথ্যের জন্য কল করুন 01968774018 (তাসিন)
Speech Delay ওয়ার্কশপটিতে ট্রেইনার হিসেবে থাকছেন দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এক্সপার্ট Sadia Afrin Shama যার Speech Delay শিশুদের নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে ১০ বছরের বেশি সময়ের। তিনি Speech & Language Therapist হিসেবে কাজ শুরু করেছিলেন CRP তে এবং বর্তমানে ঢাকাস্থ Proyash Institute এ কাজ করছেন Speech & Language Therapy Consultant হিসেবে।
ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করতে নিচের ফর্ম ফিলাপ করুন এবং বিকাশে পেমেন্ট সম্পন্ন করুন।
সহযোগিতার জন্য কল করুন 01968774018 (তাসিন)
Address: 67/A, Rezina Garden
Dhanmondi 9/A, Dhaka- 1209
+880 1968774018
© 2024 Teachers Time, an initiative of Light of Hope Ltd