School Readiness: Basic Skill
About Lesson

আমাদের সন্তানের বয়স যখন ৩ থেকে ৪ বছর হয় তখন তাদের স্কুলে ভর্তি নিয়ে নানারকম চিন্তা ভাবনা শুরু করে দেই। কোন স্কুলে দিব, কোন স্কুলে ভালো পড়াশোনা হয়, কোন স্কুল ভালো নিয়মনীতি মেনে চলে.। শুরু হয়ে যায় সন্তানকে ছড়া শেখানো, নাম্বার শেখানো, বর্ণ শেখানো, ইত্যাদি ইত্যাদি। এগুলো অবশ্যই বিদ্যালয় প্রস্তুতির একটা অংশ কিন্তু প্রধান বিষয় নয়। শিশুকে ধারনা দিতে হবে স্কুল কি, স্কুলে কি হয়, স্কুল কেমন, সেখানে একা থাকতে হয় কিছু সময় ধরে, বন্ধুদের সাথে কিভাবে কথা বলতে হবে, শিক্ষকদের সাথে কিভাবে কথা বলতে হবে, আলাদাভাবে কিছু সময় থাকতে হবে।

0 Shares
0% Complete