fbpx

Teaching Moral Values to Children

About Course

আপনি কি জানেন শিশুদের নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর ক্ষেত্রে স্কুলের ভূমিকা কতটুকু? বা কেন প্রয়োজন স্কুলেই নৈতিকতা শেখানো?
মূলত শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে এবং তাদের দেখেই শেখে। বড়দের আচরণ থেকে শিশুরা নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা নেয়। যেহেতু পরিবারের পরে সবচেয়ে বেশি সময় তারা স্কুলেই কাটায়, সেখানে শিক্ষকদের বিভিন্ন আচরণ, কাজকর্ম পর্যবেক্ষন করেও শিশু অনেক কিছু শিখে। তাই শিক্ষক হিসেবে আপনাকে অবশ্যই স্কুলে নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর প্রয়োজনীয় বিষয়গুলো জানতে হবে।
লাইট অফ হোপের এই কোর্সটি মূলত শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে। এই কোর্সটি করার মাধ্যমে আপনি একটি স্কুল কিভাবে শিশুদের মধ্যে নৈতিকতার শিক্ষা দিতে পারবে তার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারবেন।

0 Shares
Show More

What Will You Learn?

  • শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা যেতে পারে তা জানতে পারবেন
  • স্কুলে নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর উপায়গুলো জানতে পারবেন
  • স্কুলের পরিবেশকে ব্যবহার করে নৈতিকতা বাড়ানোর পদ্ধতিগুলো জানতে পারবেন

Course Content

কোর্স ভূমিকা

নৈতিকতা ও নৈতিকতাবোধ

শিশুর নৈতিকতা শিক্ষা

শিক্ষার্থীর নৈতিকতা শিক্ষা

স্কুলে নৈতিকতা শিক্ষার বিভিন্ন পদ্ধতি

কুইজ

Earn a certificate

Add this certificate to your resume to demonstrate your skills & increase your chances of getting noticed.

selected template

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet

Want to receive push notifications for all major on-site activities?