Teachers Time - Copy of Copy of Copy of Your paragraph text 1200 x 630 px 20250417 165201 0000 scaled

গবেষণা বলছে, শিশুদের ব্রেইনের ৯০ শতাংশ Development হয় ০ থেকে ৫ বছর বয়সের মধ্যে। অর্থাৎ, একটি শিশু পরিণত বয়সে কি করবে, কোন অবস্থানে যাবে, তা নির্ধারিত হয়ে যায় এই সময়ের মধ্যে-ই। তাদের মধ্যে Lingual Skills (ভাষার দক্ষতা), বা Logical or Mathematical Reasoning (গাণিতিক বা যৌক্তিক চিন্তা) সহ যাবতীয় মৌলিক বিষয়গুলোর  বিকাশ ঘটতে থাকে। এই বয়সের শিশুরা যেকোনো বিষয়ে প্রাপ্ত বয়স্কদের তুলনায় কয়েকগুণ দ্রুত শিখতে ও মনে রাখতে পারে। যদি  ০ থেকে ৫ বছর বয়সী একজন শিশুকে সঠিকভাবে ও সঠিক উপকরণ দিয়ে শেখানো যায়, তবে তার পক্ষে কোনো কিছুই শেখা অসম্ভব নয়। অপরদিকে, যদি এই সময়টাতে তাদের শেখার ভিত্তি মজবুত না হয়, তবে তারা অন্যদের থেকে নিশ্চিতভাবে পিছিয়ে পড়বে। একজন শিশুর ভবিষ্যতের সাফল্য বা ব্যর্থতার জন্য তাই তার শৈশবের শিক্ষক বা অভিভাবকের ভূমিকা সবথেকে মুখ্য।

Early Age এ একজন শিশুর শিক্ষার ভিত্তি তৈরি হয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভাষা ও গণিতের। শিশুরা সঠিক গাইডলাইন পেলে খুব অল্প বয়সেই একাধিক ভাষা শিখে ফেলতে পারে। তবে, এজন্য আগে মাতৃভাষায় দক্ষ হওয়াটা খুবই জরুরি। আবার, গণিতের মৌলিক বিষয়গুলো, যেমন সংখ্যা, চিহ্ন বুঝতে শেখার পাশাপাশি বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করাটা-ও তারা দ্রুত শিখে ফেলতে পারে যদি তাদেরকে সঠিক উপকরণ দিয়ে সঠিক পদ্ধতিতে শেখানো যায়। শিশু-বিশেষজ্ঞদের মতে, প্রাপ্ত-বয়স্কদের থেকে শিশুদের শিখার ধরণ একটু আলাদা। তাই তাদের শিখার উপকরণগুলোও বিশেষ ধরনের হওয়া উচিত।


দীর্ঘদিন ধরে অসংখ্য অভিভাবক ও শিক্ষকদের দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করার সুবাদে টিচার্স টাইম জানে যে, আর্লি এইজে গণিত এবং ভাষার দক্ষতা শেখানো একটি  শিশুর মেধার বিকাশে কতটা গুরুত্বপূর্ণ! কোনো কারণে এই সময়ে তারা পিছিয়ে পড়লে সেই ক্ষতি কাটিয়ে ওঠা তাদের জন্যে প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাই, প্রতিটি অভিভাবক ও শিক্ষকের উচিত এই সময়টাতে শিশুদের শিক্ষার ব্যাপারে অতিরিক্ত যত্নবান হওয়া। এই প্রক্রিয়াকে আরো বেশি গতিশীল ও কার্যকর  করার উদ্দেশ্যে ও বাংলাদেশের শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য নিয়ে টিচার্স টাইম দেশের সকল অভিভাবক ও শিক্ষকের জন্যে অফার করেছে বেশ কয়েকটি কোর্স।  Parenting, Teaching ও Skill Development সহ বিভিন্ন প্রোগ্রামের মধ্যে Early Math for Children & Early Literacy for Children শিশুশিক্ষার অন্যতম প্রধান দুটি বিষয় গণিত ও ভাষায় দক্ষতা উন্নয়নের জন্য টিচার্স টাইমের বিশেষ দুটি কোর্স। যেখানে, শিশুদের মধ্যে ভাষা ও গণিতের মজবুত ভিত্তি তৈরি করার কার্যকর সকল উপকরণ ও পদ্ধতি নিয়ে শিক্ষক ও অভিভাবলদের প্রশিক্ষণের জন্যে ডিজাইন করা হয়েছে। টিচার্স টাইমের অভিজ্ঞ শিশুশিক্ষা বিশেষজ্ঞ ও একাডেমিক এক্সপার্টদের দীর্ঘদিনের গবেষণা ও পর্যবেক্ষণ কে সমন্বয় করা হয়েছে এই কোর্স দুটিতে। কোর্স দুটি শিশুর Early Development এর জন্য অপরিহার্য, এবং অভিভাবক ও শিক্ষকরা যদি সঠিকভাবে এখান থেকে শেখার পদ্ধতি ও উপকরণ দিয়ে শিশুদেরকে শেখাতে পারেন, তবে তারা ভবিষ্যতে স্কুলে ভালো ফলাফল অর্জন করতে পারবে। পাশাপাশি, চিন্তা-ভাবনা ও মননে হয়ে উঠবে সৃজনশীল ও অপ্রতিরোধ্য।

EARLY MATH FOR CHILDREN:

দুই বছর বয়স থেকেই  শিশুদের গণিতের ভিত্তি তৈরি হতে শুরু করে। ২ থেকে ৫ বছরের মধ্যে তাদের আর্লি ম্যাথের ফাউন্ডেশন পুরোপুরি তৈরি হয়ে যায়। এই সময়েই যদি শিশুর গণিত শেখার ভিত্তি তৈরি না হয়, তবে তারা সারাজীবন গণিতের প্রতি ভয় অনুভব করবে এবং স্কুলে পিছিয়ে পড়বে। ভবিষ্যতেও তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক জায়গাগুলোতে ভাল করতে পারবে না। 

Early Math for Children কোর্সে শিশুদের গণিত শেখানোর সঠিক উপকরণ এবং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়, যা শিক্ষক এবং অভিভাবকরা সহজেই প্রয়োগ করতে পারেন।

যা যা থাকবে টিচার্স টাইমের Early Math for Children কোর্সটি-তেঃ

  • ২ ঘন্টা দীর্ঘ ভিডিও ক্লাস।
  • ১৫ টি ভিডিও লেসন।
  • লাইফটাইম একসেস: একবার এনরোল করলে, কোর্সের ভিডিওগুলো বারবার দেখা যাবে।
  • কুইজ এবং সার্টিফিকেট: কোর্স শেষে আপনি নিজের দক্ষতা যাচাই করে একটি সার্টিফিকেট পাবেন।
  • ৫,০০০+  অভিভাবক ও শিক্ষক ইতিমধ্যে এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন।
  • বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি-প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা।

কোর্স টি আপনার সন্তান বা শিক্ষার্থীকে ম্যাথের জিনিয়াস করে গড়ে তুলতে আপনাকে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। অন্যদের থেকে তাদেরকে নিশ্চিতভাবে কয়েকগুণ এগিয়ে রাখবে। www.earlymathforchildren.com এই লিংকে ভিজিট করে কোর্স টি সম্পরকে বিস্তারিত জানতে ভিজিট করুন টিচার্স টাইমের ওয়েবসাইট

EARLY LITERACY FOR CHILDREN

গবেষণায় দেখা গেছে, ৩০% শিশুদের মধ্যে স্পিচ ডিলে প্রব্লেম থাকে, অর্থাৎ তারা দেরিতে কথা বলতে শেখে। আর্লি এইজে দুটি ভাষা শিশুরা খুব সহজেই আয়ত্ত করতে পারে।  তবে, এজন্য তাকে প্রথমেই মাতৃভাষা বাংলায় দক্ষ করতে হবে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, খুব অল্প বয়সেই শিশুদের ভাষার দক্ষতা তৈরি হয়।

Early Literacy for Children কোর্সটি শিশুদের মধ্যে কিভাবে ভাষার দক্ষতা বাড়ানো যায় সে বিষয়ে বিস্তারিত বোঝাপড়ার সুযোগ করে দেয়। বিশেষত বাংলা এবং ইংরেজি ভাষায়। ৩-৪ বছরের শিশুর ভাষার ভিত্তি তৈরি হলে তারা খুব দ্রুত অন্য ভাষাও শিখে ফেলতে পারে। তবে, ভাষার দক্ষতা মানে শুধুমাত্র শব্দ বা বাক্য শেখানো নয়, এটি ব্রেইন ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ।

যা যা থাকবে টিচার্স টাইমের Early Literacy for Children কোর্সটি-তেঃ

  • ২৫ টি ভিডিও লেসনস।
  • স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল একটিভিটি: শিশুর ভাষার দক্ষতা বৃদ্ধি করতে কার্যকরী উপায় শেখানো হবে।
  • লাইফটাইম একসেস এবং সার্টিফিকেট: কোর্স শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হয়।
  •  এই কোর্সটি শিশুদের ভাষার বিকাশে সহায়ক হবে, এমনকি যাদের স্পিচ ডিলে আছে তাদের ক্ষেত্রে-ও।

www.earlyliteracyforchildren.com এই লিংকে ভিজিট করে কোর্স টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এর প্রতিযোগিতামূলক পৃথিবীর জন্য বাংলাদেশের শিশুদেরকে প্রস্তুত করার উদ্দেশ্যে লাইট অব হোপের হাত ধরে যাত্রা শুরু করে টিচার্স টাইম। প্রতিষ্টানটি বিশ্বাস করে যে, শিশুদের সুদক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলা ছাড়া সমৃদ্ধ ও নিরাপদ দেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। টিচার্স টাইমের শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, শিশুদেরকে বিকশিত করার ক্ষেত্রে সচেতন অভিভাবক ও আদর্শ শিক্ষক তৈরির কোনো বিকল্প নেই। আর এই ভাবনা থেকেই টিচার্স টাইম শিক্ষক ও অভিভাবকদের জন্য ৫০% ডিসকাউন্টে Early Math for ChildrenEarly Literacy for Children কোর্স দুটি করার সুযোগ দিচ্ছে।

অধিকন্তু, দেশের যে সকল হাজার হাজার শিক্ষিত বেকারেরা চাকরি খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না; তারা টিচার্স টাইম থেকে কোর্স দুটি সফলভাবে সম্পন্ন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি Preschool বা Afterschool এ কাজের সুযোগ করে নিতে পারেন। কোর্স শেষে যে সার্টিফিকেট দেয়া হয়, সেটি সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান-ই বিশেষভাবে মূল্যায়ন করে।

Teachers Time - vobisshot 2

কোর্স দুটি সম্পর্কে বিস্তারিত দেখতেও টিচার্স টাইমের অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট ও প্যারেন্টিং প্রোগাম জানতে নিচে দেয়া লিংকে ক্লিক করুন।