আমরা ছোট থেকে সবচেয়ে বেশি যে কথাগুলো শুনি তা হল- এটা ভুল, এটা করবে না, তুমি কিচ্ছু পারনা, তোমাকে দিয়ে কিছু হবে না, ওকে দেখে শেখ ইত্যাদি।
একবার ভেবে দেখুন তো যখন আপনি কিংবা আমি এই কথাগুলো প্রতিনিয়ত শুনি, আমাদের মনের অবস্থা কী হয়, নিজের উপর কতটা রাগ হয়, আত্মবিশ্বাস কমতে থাকে এবং একসময় মনে হয় যে সত্যি আমাকে দিয়ে কিছু হবে না, আমি কিচ্ছু পারিনা। এভাবে ধীরে ধীরে নেতিবাচক কথাগুলো আমাদের মনোবল ভেঙ্গে দেয়, প্রতিভাগুলো নষ্ট করে।
বাড়ি, স্কুল, বন্ধু-বান্ধব সব জায়গাতে এই নেতিবাচক কথাগুলো আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়, আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আমরা হীনম্মন্যতায় ভুগতে থাকি যার প্রভাব পড়ে আমদের পারফরমেন্স ও লেখাপড়ায়।
একজন শিক্ষকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে তার ছাত্র-ছাত্রীদের মাঝে দীর্ঘদিন থেকে চলে আসা এই নেতিবাচক মানসিকতা দূর করে তাকে বোঝতে সক্ষম হওয়া যে –“আমিও পারি, আমিও পারব”। পৃথিবীতে শুধুমাত্র একজন শিক্ষকই মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তার ছাত্র-ছাত্রীরা পারবে এবং সেই বিশ্বাসকে বাস্তবতায় পরিণতও করতে পারেন কেবল একজন শিক্ষকই। এই অসম্ভব তখনি সম্ভব হয় যখন শিক্ষক নিজে ইতিবাচক মানসিকতার হন এবং তা প্রতিনিয়ত সবার মাঝে ছড়িয়ে দেন।
আসুন একজন শিক্ষকের গল্প শুনি। তার নাম……, আচ্ছা নাম না হয় একটু পরেই জানলাম। তিনি গ্রেড ফোর এ পড়াতেন। সকালে ক্লাসে ঢুকে ছাত্র-ছাত্রীরা প্রতিদিন তাদের ডেস্কের উপর একটি করে হলুদ রঙের স্টিকি নোট পেত যেখানে লেখা থাকত নানারকম ইতিবাচক ও অনুপ্রেরণামূলক কথা, থাকত তাদের পারফরমেন্স-এর উপর বিভিন্ন মন্তব্য।
ছাত্র-ছাত্রীরা ক্লাসে ঢুকে তাদের এই উপহার হাতে নিয়ে শিক্ষকের দিকে তাকিয়ে একটি চমৎকার হাসি দিয়ে ক্লাসের কাজ শুরু করত, আর এই ভাললাগার অনুভূতি তাদের সারাদিন চালিত করত নিজেদের সেরাটা দিতে। এভাবে চলতে চলতে একসময় ক্লাসের সবাই খুব মোটিভেটেড ও আগ্রহী হয়ে উঠলো। একদিন মি. জোবেক অর্থাৎ আমাদের গল্পের সেই ক্লাস শিক্ষক ক্লাসে ঢুকে দেখলেন তার জন্য কিছু স্টিকি নোট তার ডেস্কের উপর রাখা আছে। তারমধ্যে দুইটি লেখা মি. জোবেক কে নাড়া দিয়ে গেল।
মি. জোবেক বিশ্বাস করেন, শিক্ষকের সামান্য ইতিবাচক কথাই পার্থক্য সৃষ্টি করে পারে, পরিবর্তন করতে পারে তার ছাত্র-ছাত্রীদের জীবন।
পৃথিবীতে একমাত্র ইতিবাচকতা আর ভালবাসাই ফিরে আসে দ্বিগুন হয়ে, এটা বোধকরি শিক্ষকদের থেকে ভাল কেউ জানে না, তাইনা?
টিচার্স টাইমে রয়েছে শিক্ষকদের জন্য বিভিন্ন ধরণের স্কিল ডেভেলপমেন্ট কোর্স। রেজিস্ট্রেশন করে এখনই শুরু করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকটি।