শিক্ষকরা হচ্ছেন আধুনিক যুগের সুপারহিরো। শিশুদের শেখানোর জন্য প্রতিনিয়ত তারা নতুন নতুন পদ্ধতি বের করার চেষ্টা করেন। প্রতিনিয়ত ভাবেন কিভাবে পড়ালে শিশু ভালোমতো আরও আনন্দ নিয়ে শিখবে। 

আমরা অনেক শিক্ষককে জানি যারা নিয়মিতভাবে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করেন নতুন সব আইডিয়ার জন্য। নিজেকে আরও দক্ষ করে তোলার জন্য পড়াশুনা করেন। আমরা আজকে ইন্টারনেট ঘেঁটে এমন ১০ টি ওয়েবসাইটের ঠিকানা খুঁজে বের করেছি বাংলাদেশের শিক্ষকদের জন্য যেখানে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শেখা যায়। 

আগ্রহী শিক্ষকরা লিঙ্কগুলোতে গিয়ে একবার করে হলেও ঢুঁ মারুন। 

 

নিচে এরকম ১০ টি সাইটের বর্ণনা দেয়া হল বিস্তারিত। 

Teachers Time - 1 TWLAL

Teaching With Love and Laughter

এই ব্লগ সাইটটি মূলত কিন্ডারগার্ডেন থেকে মোটামুটি গ্রেড ২ এর শিশুদের পড়ান এমন শিক্ষকদের জন্য। এখানে writing, grammar, reading, and social studies এর উপর বিভিন্ন রিসোর্স এবং পরামর্শ পাওয়া যায়। এই ব্লগের লেখক – লরি নিজে ২১ বছর ধরে শিশুদের পড়িয়েছেন। নতুন শিক্ষক হন বা অনেকদিন ধরেই শিক্ষকতা করুন না কেন, এই ব্লগটি সব ধরণের শিক্ষকদের জন্য দারুণ উপকারি। 

 

Teachers Time - 2 TFGP

The First Grade Parade

এই ব্লগের লেখক Carol একজন education consultant। তিনি শিক্ষকদের প্রশিক্ষণ করিয়ে থাকেন। যারা নার্সারি থেকে ৫ম শ্রেণির সমমানের শিশুদের পড়িয়ে থাকেন তাদের জন্য এই ব্লগটি খুব ভালো একটি রিসোর্স।

শিক্ষার্থীদের কিভাবে আরও ভালোমতো কোন বিষয় বুঝানো যায় এবং নতুন নতুন উপায়ে শেখানো যায় এই বিষয়গুলো নিয়েই ক্যারোলের বিভিন্ন লেখা এবং রিসোর্স পাওয়া যাবে এখানে।

 

Teachers Time - 3 WTTW

What the Teacher Wants

২০১০ সালে এই ওয়েবসাইটটি শুরু করেছেন Rachelle নামের একজন শিক্ষক। এখানে তিনি তার ক্লাসের কাজগুলো ছবিসহ পোস্ট করে সেই তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আপনার ক্লাসকে আনন্দময় করার বিভিন্ন টেকনিক হাতেকলমে শেখার জন্য এই ওয়েবসাইটটি একবার দেখে আসুন।  

 

Teachers Time - 4 IE

Inspired Elementary

এই ব্লগসাইটের মালিক Erim ১১ বছর ধরে শিক্ষকতা করাচ্ছেন। তার কাজ মূলত প্রাইমারি লেভেলের শিশুদের নিয়ে। তার ব্লগে যা আছে – Fun, engaging, hands-on activities to inspire the love of learning in elementary children.

 

Teachers Time - 5 EAI

EduKate and Inspire

Kate নামের একজন elementary school counselor চালু করেছেন এই ব্লগটি। তিনি তার এই ব্লগে school counselor এবং শিক্ষক হিসাবে বিভিন্ন ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করে থাকেন। 

এছাড়াও তিনি শিশুদের শেখানো এবং inspire করার জন্য বিভিন্ন এডুকেশনাল কনটেন্ট তৈরি করেন। এর পাশাপাশি শিক্ষকদের জন্য creative counseling lesson, social-emotional book review এর মত নানা কিছুর সমারোহ রয়েছে তার ব্লগসাইটটিতে।

 

Teachers Time - 6 CC

Comprehension Connection

এটি Literacy resource এর জন্য খুব ভালো একটা ব্লগ। ব্লগগুলোর লেখক Carla নিজে একজন reading specialist এবং literacy coach। এখানে তিনি তার বিভিন্ন আইডিয়া এবং material শেয়ার করেন শিক্ষক এবং অভিভাবকদের সাহায্য করার জন্য। 

 

Teachers Time - 7 IBJ

Ideas by Jivey

এই ব্লগসাইটটিতে জিভি শিশুদের শেখানোর জন্য উপযোগী এমন গবেষণাভিত্তিক নানা কৌশল সকলের কাছে তুলে ধরেন যা কৌশলগুলো ক্লাসরুমে ব্যবহারের মাধ্যমে শিক্ষকগণ সফলভাবে ক্লাস পরিচালনায় সক্ষম হন।

 

Teachers Time - 8 EE

Erica’s Ed-venture

এই ব্লগটি মূলত ফার্স্ট গ্রেডের শিশুদের দীর্ঘদিনের শিক্ষণ অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক, Erica Bohrer এর. প্রাথমিক শিক্ষা বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী এরিকা শিশুদের শিখনকে আনন্দময় ও কৌতুহল উদ্দীপক করে তোলার নানা টিপস এবং ট্রিক্স তার ব্লগের মাধ্যমে তুলে ধরেন। এরিকার ব্লগের আলোচনাগুলো শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই সহায়ক।

 

Teachers Time - 9 THT

The Happy Teacher

The Happy Teacher নামের ব্লগ সাইটটিতে শিক্ষণের বিভিন্ন টিপস, রিসোর্স এবং টুলস আলোচনা করা হয় যা শ্রেণিকক্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষকদের বিভিন্নভাবে সাহায্য করে। এছাড়াও ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে কার্যকর এমন বেশকিছু এক্টিভিটি এবং গেইমস নিয়েও প্রতিনিয়ত আলোচনা হয় ব্লগগুলোতে। 

 

 

Teachers Time - 10 BCFT

Bright Concepts 4 Teachers

এই ব্লগসাইটটির সত্ত্বাধিকারী, Jamie, একজন কারিকুলাম ডেভলপার ও শিক্ষক। এখানে তিনি মূলত বিভিন্ন ইন্টারেক্টিভ লেসন এবং টাস্ক কার্ড তৈরি করেন যা থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশী শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন টাস্ক এবং এক্টিভিটির পরিকল্পনা করতে পারবেন।

এই ছিল শিক্ষকদের জন্য ১০ টি উপকারি এবং বিখ্যাত ব্লগসাইটের তালিকা যা আপনার শিক্ষণের মানকে বহুলাংশে বাড়িয়ে তুলবে। যেসব শিক্ষকরা এই লেখাটি পড়েছেন ট্রাতাদের জন্য পরামর্শ থাকবে, তারা যেন ধীরে ধীরে এই ব্লগ সাইটগুলোর লেখা এবং উপদেশগুলো ক্লাসরুমে এপ্লাই করা শুরু করুন। আমাদের বিশ্বাস এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি শিশুদের মধ্যে যে পরিবর্তন দেখতে পারবেন তা আপনাকে নিঃসন্দেহে চমকে দিবে।

এছাড়া আপনার ম্যানেজমেন্ট এবং অভিভাবকদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত careerও উন্নতির মুখ দেখবে।

 

শিক্ষকদের দক্ষতা বিকাশের জন্য Teachers Time থেকে আমরা রেখেছি বেশ কিছু Teaching related course। প্রয়োজনে এগুলো থেকেও আপনারা সাহায্য নিতে পারেন।

” A good teacher is like a candle, it consumes itself to light the way for others ” কথাটি খুব সত্যি। আশা করি, আপনার শিক্ষকতায় এই উক্তির প্রতিফলন ঘটবে।

শুভেচ্ছা সবার জন্য । শিক্ষকতা পেশাটি হোক আনন্দময় এবং সাফল্যপূর্ণ ।

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *