fbpx

 

“If you want to change your world, Please change your first five”- শিশুর জন্মের প্রথম ৫/৬ বছর মা-বাবাই শিশুর জীবনে সব। শিশু তার বাবা-মা’কে অনুকরণ করে বেড়ে ওঠে। বাবা-মা’র ইতিবাচক ও আত্মবিশ্বাসী আচরণ শিশুকেও ইতিবাচক হতে শেখায়।তাই ঘুরে ফিরে অভিভাবকত্বের কথাই চলে আসে। মা-বাবাই পারেন শিশুকে সঠিকভাবে মূল্যায়ন করতে এবং তাদের এই মূল্যায়নটুকুই শিশু সারাজীবন বহন করে। যা শিশুটিকে আত্ননির্ভরশীল হতে সহায়তা করে।

আত্মমূল্যায়ন শুদ্ধি লাভের উত্তম উপায়। কথাটি সত্য হলেও এটি খুবই দুঃখের বিষয় যে, আমাদের বর্তমান সমাজে আমরা খুব কম সময়েই নিজেদের মূল্যায়ন করে থাকি। আমি নিজে কোন অবস্থানে আছি সেদিক বিবেচনা না করে সর্বদা নিজেকেই সত্য, জ্ঞানী এবং একমাত্র  সঠিক বলে জেনে থাকি। আমি নিজে যতটুকু পাওয়ার যোগ্য তার চেয়ে বেশি অন্য কেউ আমাকে মূল্যায়ন করতেই পারে। তবে আমাদের মনে রাখা দরকার যে, অন্য কেউ নয়, এই আমি নিজেই নিজের কৃত-কর্ম যাচাই করতে সক্ষম। মূলকথা, স্ব-জ্ঞানে কাজ করার কোন বিকল্প  নেই। তবে ভুল আমার দ্বারাও সম্ভব, একথা মনে রাখতে হবে।

শিশুর জীবনে আত্মমূল্যায়ন কেন জরুরী ?

 শিশুর আচরণগত পরিবর্তন আনতে চাইলে, বাবা-মা’র জন্য প্রথম শর্ত হল, শিশুকে যথেষ্ট এবং প্রয়োজনীয় আদর ভালোবাসা এবং তাদের ওপর মনোযোগ দেওয়া। আমাদের, বিশেষ করে শিশুদের আত্মমূল্যায়ন কেন জরুরী তা জেনে নেই;

১। আত্মমূল্যায়ন নিজের সম্পর্কে জানতে শেখায়। যা বাচ্চার বেড়ে ওঠা এবং তার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

২। বাচ্চা নিজের দক্ষতা এবং দুর্বলতাগুলো নিজে বুঝতে সক্ষম হয়।

৩। তার কি পছন্দ, কি ভালো লাগে/কি খারাপ লাগে তা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়।

৪। স্ব মূল্যায়ন নিজের আগ্রহের প্রতি মনোযোগী হতে আপনার শিশুকে সহায়তা করে।

৫। আত্মমূল্যায়ন পরিবর্তন অনুধাবন করতে শেখায়। যেমন- তার আগে কি ভালো লাগতো/ এখন কিসে Interest ইত্যাদি সে বুঝতে পারে।

৬। নিজের ভুল-শুদ্ধ বোধ বিচার করতে সহায়তা করে। 

৭। ভালো/ খারাপের মধ্যে পার্থক্য করতে শেখায় আত্মমূল্যায়ন।

৮। কাজের প্রতিফলনে (ভালো/খারাপ) শিশুরা অনুপ্রেরণা পায় এবং উৎসাহী হয় সে কাজের প্রতি।

৯।  কাজের প্রতি দায়িত্ববোধ বাড়াতে অনুপ্রাণিত করে self assessment।

১০। লক্ষ্য নির্ধারনে সহায়তা করে আত্নমূল্যায়ন। সে নিজের অবস্থান সম্পর্কে জানতে পারে এবং তার লক্ষ্যে পৌছানোর জন্য তার কি কি করনীয়, কি উপায়ে সে তার ধাপগুলো পার করবে সে বিষয়ে যথাযথ ধারণা আত্মমূল্যায়ন থেকে অর্জিত হয়।

একটি দুর্দান্ত পরিকল্পনার সূচনা হয় আত্মমূল্যায়ন থেকেই, অতএব অভিভাবক হিসেবে নিজেকে মূল্যায়ন করুন এবং শিশুর আত্মমূল্যায়নে তাকে সহায়তা করুন।

Parenting নিয়ে Teachers Time থেকে আমরা রেখেছি বেশ কিছু Certificate course ও অন্যান্য Course , উপকৃত হচ্ছেন অনেক অভিভাবক , সুন্দর ও দক্ষ হচ্ছে  সেইসাথে তাদের প্যারেন্টিং কৌশল ।

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *