Articles
সফল ক্লাস রুমের ৬ টি কৌশল
- September 29, 2020
- Posted by: Teachers Time
- Category: Uncategorized
সফল ক্লাস রুমের ৬ টি কৌশল
একজন শিক্ষক তখনই দক্ষ শিক্ষক হয়ে উঠতে পারেন যখন সে বিভিন্ন কৌশল দক্ষতার সাথে ক্লাসরুমে প্রয়োগ করেন। এখানে ৬ টি গুরুত্বপূর্ন এবং কার্যকর কৌশলের উল্লেখ করা হল যার মাধ্যমে একজন দক্ষ শিক্ষক সহজেই তার ক্লাসরুম সফল করতে পারেন।
১। স ঠিক ও সহজ ব্যখ্যা, এবং শিক্ষার্থীর ব্যক্তিগত আগ্রহের সাথে সমন্বয় সাধন করতে পারলে যেকোন বিষয় সহজেই শিক্ষার্থীরা শিখতে উৎসাহ দেখাবে এবং তা ভালভাবে শিখবে।
২। একজন অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক কখনো শিক্ষার্থীকে ভয় ভীত করে, শাস্তি দিয়ে ক্লাসে পড়ান না বরং শিক্ষার্থীদের সম্পর্কে জানেন, তাদের বোঝেন এবং সন্মান করেন । শিক্ষক যদি শিক্ষার্থীদের বুঝতে পারে তবে তারা কতটুকু শিখছে তা বুঝতে পারবেন একইসাথে শিক্ষার্থীদের শিক্ষকের প্রতি সন্মান ও ক্লাসে মনোযোগ বাড়বে।
৩। বিভিন্ন ধরণের অ্যাসেসমেন্ট টেকনিক ব্যাবহার করে, নানারকম উপকরণের মাধ্যমে শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে যাতে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শণের সুযোগ পায়। মুখস্তবিদ্যাকে অবশ্যই নিরুৎসাহিত করতে হবে। যথাযথ মূল্যায়নের পাশাপাশি অবশ্যই সঠিকভাবে ফিডব্যাক দিতে হবে তাহলে শিক্ষার্থী তার নিজের যে জায়গাগুলোতে উন্নতি করতে হবে তা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে।
৪। একজন দক্ষ শিক্ষক তার শিক্ষার্থীদের সম্পর্কে উচ্চমানের প্রত্যাশা ধারণ করে থাকেন এবং ক্লাসরুম টার্গেটগুলো শিক্ষার্থীদের সাথে শেয়ার করে থাকেন যাতে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশিত লক্ষ্য এবং তা পূরণে করণীয় সমন্ধে সচেতন হতে পারে।
৫। একজন দক্ষ শিক্ষক তার ক্লাসরুমের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীর কথা মাথায় রেখে ক্লাসের লার্নিং টাস্কগুলো ডিজাইন করে থাকেন। এতে করে সব শিক্ষার্থী সমানভাবে আগ্রহের সাথে ক্লাসে লেখাপড়া উপভোগ করে।
৬। দক্ষ শিক্ষকের অন্যতম বড় বৈশিষ্ট্য হল তিনি সবসময় শিক্ষার্থীদের কাছ থেকে শেখেন, ধারণা লাভ করেন তার ক্লাস সম্পর্কে। এর ফলে শিক্ষক বুঝতে পারেন তার পড়ানোর কোন কোন কৌশল কার্যকর, কোন গুলো পরিবর্তন প্রয়োজন এবং সে অনুযায়ী পরবর্তীতে প্রস্তুতি নিয়ে থাকেন।
আমাদের আগামী কোর্স Making Creative Classroom Contents সম্পর্কে বিস্তারিত জানতে ও অংশগ্রহণ করতে কল করুন ০১৯৬৮৭৭৪০০৫
এখানে ক্লিক করে কোর্স সম্পর্কে বিস্তারিত জানুন