বাংলাদেশে ২০২৩ সাল থেকে সরকার নতুন শিক্ষা কারিকুলাম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে আমাদের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রতিটি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের জীবনেও এর প্রভাবে আসতে যাচ্ছে পরিবর্তন। নতুন কারিকুলামের উপর আমাদের তৈরি ধারাবাহিক সিরিজের দ্বিতীয় লেখা এটি।

এর আগের লেখায় আমরা বলেছি যে কোন ১০ টি স্কিলের উপর জোর দেয়া হচ্ছে নতুন কারিকুলামে। সেই লেখাটি পাবেন এই লিঙ্কে

কারিকুলামে অন্তর্ভুক্ত ১০টি স্কিল অর্জন করার জন্য ১০টি শিখনক্ষেত্র নির্বাচন করা হয়েছে। আগামী ২০২২ সাল থেকে শুরু হওয়া নতুন কারিকুলামে এই ১০ টি ক্ষেত্রে শিক্ষার্থীকে যোগ্যতা অর্জন করতে হবে।

১। ভাষা ও যোগাযোগ (Language and Communication)

২। গণিত ও যুক্তি (Mathematics and Reasoning)

৩। বিজ্ঞান ও প্রযুক্তি (Science and Technology)

৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication Technology)

৫। পরিবেশ ও জলবায়ু (Environment and Climate)

৬। সমাজ ও বিশ্ব নাগরিকত্ব (Society and Global Citizenship)

৭। জীবন ও জীবিকা (Life and Livelihood)

৮। মুল্যবোধ ও নৈতিকতা (Values and Morality)

৯। শারীরিক-মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা (Physical-Mental Health and Protection)

১০। শিল্প ও সংস্কৃতি (Arts and Culture)

এই ক্ষেত্রগুলোর উপর ভিত্তি করে তৈরি হতে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক বই। প্রাথমিক লেভেলে (ক্লাস ১-৫) এ থাকছে ৮টি বই। মাধমিক লেভেলে (ক্লাস ৬-১২) থাকছে ১০টি বই। প্রতিটি বইয়ে একের অধিক বিষয়ের উপর ফোকাস করে তৈরি হবে।

Kids Time - new curriculum 2021 subjects
শিখন ক্ষেত্রের বিষয়গুলোতে যোগ্যতা অর্জন করার জন্য বিভিন্ন লেভেলে কি কি বিষয়ের বই থাকছে তার তালিকা

নতুন তৈরি করা বইগুলোতে পরিবর্তন আশা করা হচ্ছে। বইগুলো এমনভাবে তৈরি করা হবে যেখানে ১০টি স্কিলের উপর গুরুত্ব দেয়া হবে। এই ১০টি স্কিল হচ্ছেঃ Critical thinking, Creative thinking, Problem solving, Decision making, Self-management skill ইত্যাদি।

এই বিষয়গুলো স্কুলে পড়াতেও হবে ভিন্নভাবে। আর শিশুদের মূল্যায়নের অনেকটাই হবে স্কুলে বিভিন্ন একটিভিটির মাধ্যমে। বার্ষিক পরীক্ষা বা পাবলিক পরীক্ষার উপর জোর কমিয়ে দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের মূল্যায়ন ও পাবলিক পরীক্ষা কেমন হতে যাচ্ছে সেটি জানতে পারবেন আমাদের এই লেখায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ask ChatGPT
Set ChatGPT API key
Find your Secret API key in your ChatGPT User settings and paste it here to connect ChatGPT with your Tutor LMS website.