Teachers Time - English Native 01

The best age to start learning English like a native speaker is 5-7 years. If you want your child to speak English like native speaker, you must ensure that happens before 10 years old.

ইংরেজি ভাষাতে সন্তানকে দক্ষ করে গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত সময় কোনটি? প্রায় সব বিশেষজ্ঞদের মতে, ৫-৭ বছর বয়সের মধ্যেই শিশুকে ইংরেজি বা অন্য যেকোনো দ্বিতীয় ভাষা শিখিয়ে ফেলা দরকার। এই সময়েই শিশুরা সহজে নেটিভ স্পিকারদের মতো ইংরেজি শিখতে পারবে। বয়স যখন ১০ বা তার বেশি হয়ে যায় তখন নতুন একটা ভাষা নেটিভ স্পিকারদের মতো শেখা আর সম্ভব নয়।

MIT এর একটা গবেষণায় ৬৭০,০০০ মানুষের উপর জরিপ চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। তাই যেসব অভিভাবক চান সন্তানদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা তৈরি করতে, তারা শিশুর বয়স ৪-৫ হলেই এই বিষয়ে জোর দিন।

কোথায় শিখাবো সন্তানকে নেটিভ স্পিকারদের মতো ইংরেজিতে কথা বলা শেখানো?

আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তানকে দেয়ার অন্যতম কারণ হচ্ছে যেন সন্তান ভালো ইংরেজিতে কথা বলা শিখে। কিন্তু কয়জন আর সেই সুযোগ পান? তাহলে শিশুদের জন্য আর কোথায় রয়েছে এই সুযোগ? নিচে কিছু প্রোগ্রামের কথা উল্লেখ করা হল।

  1. British Council: British Council এর কিছু কোর্স শিশুদের জন্য অফার করা হয়। ৩ মাসের এই কোর্সের খরচ পড়ে ১০-১২ হাজার টাকা। বিস্তারিত দেখুন এই লিঙ্কে
  2. Joy School English Bangladesh: আমেরিকান কোম্পানি Joy School English তাদের কোর্স বাংলাদেশে চালু করেছে। ৫-১০ বছর বয়সের শিশুদের জন্য তাদের রয়েছে অ্যাপ এবং অনলাইনে শিক্ষকদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ। বিস্তারিত দেখুন এই লিঙ্কে। লাইভ কোর্সে শিশুকে ভর্তি করাতে ভিজিট করুন এখানে
Teachers Time - English Native 01
0 Shares